জেলার খবর
ধুনটে ইয়াবা হিরোইন সহ আটক ১
ধুনট (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনটে ৯পিস ইয়াবা ও ৮ পুড়িয়া হিরোইন সহ ৯টি মাদক মামলার আসামি মাসুদুর রহমান উজ্জ্বল (৩০) কে আটক করেছে থানা পুলিশ। সে ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামের বাহাদুর আলীর ছেলে। বুধবার সন্ধ্যায় ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মন তাকে পৌর এলাকার আল কোরআন একাডেমি এলাকা থেকে তাকে আটক করা করে।
ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, আটককৃত উজ্জ্বলের বিরুদ্ধে ইতিপূর্বে ৯টি মাদক মামলা রয়েছে। বুধবার সন্ধ্যায় তাকে আবারও মাদকসহ আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।