জেলার খবর
ধুনটে ২ মাদক সেবনকারী আটক
ধুনট (বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনটে ২ মাদক সেবন কারীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো কালেরপাড়া ইউনিয়নের কান্তনগর চরপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে রেফাজুল ইসলাম (২৮) ও এলাঙ্গী ইউনিয়নের খোকসাহাট গ্রামের আজগর হাওয়ালদারের ছেলে কবির হোসেন (২৪)।
ধুনট থানার এসআই আল এমরান জানান, আটককৃত রেফাজুল ও কবির হোসেন মাদক সেবন করে পৌর এলাকায় রাত সাড়ে ১১টায় মাতলামী করছিলো। খবর পেয়ে তাদের ২জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।