স্থানীয় খবর

বগুড়া প্রেসক্লাবের সভাপতি নয়ন সম্পাদক আরিফ

Spread the love

স্টাফ রিপোর্টার: উৎসবমুখর পরিবেশে বগুড়া প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার মাহমুদুল আলম নয়ন সভাপতি এবং এসএ টিভির জেলা প্রতিনিধি আরিফ রেহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এক বছর মেয়াদী কমিটিতে সহ-সভাপতি পদে বিজয়ীরা হলেন আব্দুস সালাম বাবু (আলো প্রতিদিন) আবদুল মোত্তালিব মানিক (কালের খবর) এবং এসএম কাওছার(সমকাল)।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে সাজেদুর রহমান সিজু(আলো প্রতিদিন) এবং সাজ্জাদ হোসেন পল্লব(আলো প্রতিদিন), কোষাধ্যক্ষ পদে কমলেশ মোহন্ত সানু(বৈশাখী টিভি), দপ্তর সম্পাদক পদে শফিউল আযম কমল (জনকন্ঠ), সাহিত্য সম্পাদক পদে মেহেরুল সুজন (যমুনাটিভি), ক্রীড়া সম্পাদক পদে ইলিয়াস হোসেন( ভোরের দর্পণ) ও পাঠাগার সম্পাদক এইচ আলিম(বনিক বার্তা) নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্যের ৯ পদে নির্বাচিতরা হলেন , জে এম রউফ( দেশ টিভি), তানসেন আলম(বাংলা বুলেটিন), মিলন রহমান (ভোরের দর্পণ), প্রদীপ ভট্টাচার্য শংকর(করতোয়া), আব্দুর রহিম(খোলা কাগজ), ইনছান আলী শেখ(নোতুন খবর), লতিফুল করিম(মাই টিভি), প্রবীর মোহন্ত(সংবাদ প্রতিদিন) এবং ফরহাদুজ্জামান শাহী( চ্যানেল ২৪)।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৯৬ ভোটের মধ্যে ১৮৮ ভোট পড়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক লালু, সদস্য আমজাফ হোসেন মিন্টু ও শফিউল আযম কমল গণনা শেষে রাত সাড়ে ৮ টায় ফলাফল ঘোষণা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close