বগুড়ার কথিত সন্ত্রাসী হাড়ি জুয়েলের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া সদরের সাবগ্রাম এলাকার কথিত সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি, মাদকসেবি ও মাদক ব্যবসায়ী হাড়ি জুয়েলের অত্যাচারে অতীষ্ঠ হয়ে তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবিতে ফুসে উঠেছে এলাকার জনগন। বৃহস্পতিবার রাতে সদর থানার সামনে বিক্ষোভের পর এবার সাবগ্রাম বাইপাসে মানববন্ধন করে বিক্ষোভ কর্মসুচি পালন করা হয়েছে। শুক্রবার বিকালে সাবগ্রাম ইউনিয়নের শতশত জনগন এই মানববন্ধনে অংশগ্রহন করে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, ইউপি সদস্য আব্দুল মান্নান, মিঠু চন্দ্র দাস, অতুল চন্দ্র, রাব্বি ইসলাম, সোহেল রানা, বাবলু চন্দ্র দাস, নরত্তোম চন্দ্র দাস, সঞ্জয় চন্দ্র দাস, ইলিয়াস শেখ, আব্দুর রাজ্জাক। এসময় তাহেরুল ইসলাম, রুবেল, রাফি, টুটুল, মেহেদী হাসান সুমন, জুয়েল, অনিক, দুলাল, জিল্লুর, ওয়াজেদ, পলাশ এবং বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রহমান লব সহ এলাকার শতশত নারী পুরুষ অংশ গ্রহন করেন। বক্তারা বলেন হাড়ি জুয়েল একজন সন্ত্রাসী, খুনি ও মাদকসেবী। সে অত্র এলাকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে। নিরিহ লোকজন এবং বাড়িঘরের উপর একের পর এক হামলা করছে। তার অত্যাচারে অতীষ্ঠ হয়ে এলাকার সাধারন জনগন আজ রাস্তায় নেমেছ। তাই অতি দ্রুত তাকে গ্রেফতার করে আইনের আনতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছে। তা না হলে আগামী দিনে আরো বড় ধরনের আন্দোলন গড়ে তোলার হুশিয়ারী দেন।