শেরপুরে গ্যাস ট্যাবলেট সেবনে চাতাল শ্রমিকের আত্মহত্যা
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে স্বামীর নির্যাতন সহ্য না করতে পেরে গ্যাস ট্যবলেট সেবন করে বুলি আক্তার (৩০) নামে এক নারী চাতাল শ্রমিক আত্মহত্যা করেছে। নিহত চাতাল শ্রমিক ধুনট উপজেলার বেড়েরবাড়ী বুড়ির ভিটা গ্রামের ছলেমান আলীর মেয়ে ও শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের লক্ষীপুর গ্রামের সিএনজি চালক আব্দুল মজিদের স্ত্রী। শুক্রবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে ধুনট উপজেলার বেড়েরবাড়ী বুড়ির ভিটা গ্রামের ছলেমান আলীর মেয়ে বুলি আক্তারের সাথে শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের পার লক্ষীপুর গ্রামের আফসার আলীর ছেলে আব্দুল মজিদের সাথে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ হয়। তাদের দাম্পত্য জীবনে ২ টি কন্যা সন্তান জন্ম নেয়। সংসারের অভাব অনটন হওয়ায় তারা প্রায় ৭বছর পূর্বে শেরপুর উপজেলার হঠাৎপাড়া গ্রামে বাসা ভারা নিয়ে বসবাস করে আসছিলো। নিহতের স্বামী আব্দুল মজিদ সিএনজি চালিয়ে ও নিহত বুলি আক্তার চাতাল শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছিলো। কিছু দিন পূর্বে যৌতুক হিসাবে ৩০ হাজার টাকা দাবী করে বুলি আক্তারের কাছে। কিন্তু বুলি আক্তারের বাবার বাড়িতে সে টাকা দেওয়ার সাধ্য না থাকায় সে টাকা দিতে ব্যার্থ হয়। তারপর থেকে শুরু হয় বুলি আক্তারের উপর অমানসিক নির্যাতন। নির্যাতন সর্হ্য না করতে পেরে বৃহস্পতিবার রাতে সে গ্যাস ট্যাবলেট সেবন করে। পরে তাকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হলে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।