খেলাধুলা

যুব বিশ্বকাপে দেখা যাবে ভারত-পাকিস্তান ম্যাচ

Spread the love

শেরপুর ডেস্ক: রাজনৈতিক কারণে দুই দেশের মধ্যকার চরম উত্তেজনা বিরাজ করছে। রীতিমতো মুখ দেখাদেখি বন্ধ। অনেক বছর ধরে দ্বিপাক্ষিক কোনো সিরিজ হয় না। শুধুমাত্র আইসিসির ইভেন্টগুলোতেই দেখা যায় তীব্র উত্তেজনাপূর্ণ ভারত-পাকিস্তান ম্যাচ। এবার চলতি যুব বিশ্বকাপেও মুখোমুখি হচ্ছে দুই দল।
আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। আজ শুক্রবার আফগানিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে উঠছে পাকিস্তান। সুপার লিগের চতুর্থ ও শেষ কোয়ার্টারফাইনালে পাকিস্তান ৬ উইকেটে হারিয়েছে আফগানদের। আগামী ৪ ফেব্রুয়ারি টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে দেখা যাবে ভারত-পাকিস্তান লড়াই।
বেনোনিতে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯.১ ওভারে ১৮৯ রানে অলআউট হয় আফগানিস্তান। জবাবে ৫৩ বল বাকী রেখেই জয়ের সেমিফাইনালের টিকিট কাটে পাকিস্তান। ৬ ফেব্রুয়ারি পচেফস্ট্রমে আসরের দ্বিতীয় সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close