স্থানীয় খবর
ধুনটে কৃষককে কুপিয়ে হত্যা
এম এ রাশেদঃ বগুড়ায় ধারালো অস্ত্রের আঘাতে মো. রনজু প্রামানিক (৪৩) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ধুনট উপজেলার শৈলমারী গ্রামে এ ঘটনা ঘটে। রনজু ওই গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।
এলাকাবাসী জানান, রাত ১০টার দিকে বাড়ির পার্শ্বের জমিতে পাওয়ার টিলার দিয়ে জমিতে হালচাষ করছিলো রনজু। এ সময় কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি ধারালো হাসুয়া উদ্ধার করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।