শেরপুরে রাস্তায় প্রতিবন্ধকতার দায়ে তিনজনকে জরিমানা
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে রাস্তায় কাঠের গুড়ি,বালু,ইট-পাথর,যানবাহন রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা তৈরির বিরুদ্ধে সচেতন করতে ব্যাপক প্রচার-প্রচারণা চালায় উপজেলা প্রশাসন। উক্ত প্রচার প্রচারণার পর জনসাধারণ তা মেনে চলছে কিনা তা দেখভালের জন্য সরেজমিন পর্যবেক্ষণে নামেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ।
তিনি রবিবার সকাল ১০ টায় উপজেলার সাধুবাড়ী এলাকার রাস্তার উপরে বালু ফেলে জনসাধারণের এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরী করায় এবং গাড়িদহ বাজার থেকে জামুন্না বাজারগামী রাস্তা, হাটগাড়ী হয়ে হাপুনিয়া রাস্তা, উপজেলা পরিষদের মধ্যে দিয়ে গমনকারী রাস্তা এবং হাজিপুর রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯, স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ এবং সরকারি এবং স্থানীয় কর্তৃপক্ষীয় ভূমি ও ইমরাত (দখল পুনরুদ্ধার) আদেশ-১৯৭০ এর আওতায় তিনজনকে জরিমানা করেন। এছাড়াও আরো কয়েক জনকে সতর্ক করেন। এ প্রসঙ্গে জানতে চাইলে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ বলেন, মুজিববর্ষে আমাদের প্রণীত পরিকল্পনা অনুযায়ী জনসাধারণের ব্যবহার্য রাস্তায় কেউ যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি এ ধরণের অপরাধের জন্য প্রতীকী জরিমানাও করা হচ্ছে। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য যে, ইতিপূর্বে জনসাধারণকে সতর্ক করতে শেরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে মাইকিং করা হয়।