কোনো দিন চিন্তাও করিনি যে ট্রিপল সেঞ্চুরি করব: তামিম
শেরপুর ডেস্ক: প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন তামিম ইকবাল। দেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফার্স্ট ক্লাস ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন তামিম। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলতি আসরে মধ্যাঞ্চলের বিপক্ষে ৩৩৪ রানের অনবদ্য ইনিংস খেলেন পূর্বাঞ্চলের ওপেনার তামিম ইকবাল।
মিরপুর শেরেবাংলা রেকর্ড ইনিংস খেলার পর তামিম বলেন, কোনো দিন চিন্তাও করিনি যে, ট্রিপল সেঞ্চুরি করব। সবারই স্বপ্ন থাকে। এ ম্যাচেই হয়ে যাবে ভাবিনি। কীভাবে ব্যাটিং করেছি সেটাই আমার জন্য গুরুত্বপূর্ণ। ট্রিপল সেঞ্চুরির চেয়েও ব্যাটিংয়ের ধরন নিয়ে খুশি। আশা করি, এখন থেকে এভাবে খেলে যেতে পারব।
জাতীয় দলের এ ওপেনার আরও বলেন, আমি দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। ক্রিকেটীয় শট খেলার চেষ্টা করেছি। চেষ্টা করেছি চার মারার। ছয় মারার চিন্তা করিনি। সব সময় রানের খোঁজে ছিলাম। এ জন্য পেরেছি।