শেরপুরে পাটপণ্যের বাধ্যতামূলক ব্যবহার শীর্ষক উদ্বুদ্ধকরণ সভা
ষ্টাফ রির্পোটার: সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ, এই শ্লোগানকে সামনে রেখে বগুড়ার শেরপুরে পাট ও পাটপণ্যের উৎপাদন ও অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধি এবং পন্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, প্রয়োগ ও বাস্তবায়ন জোরদারকরণ শীর্ষক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৩ ফেব্রুয়ারি সকাল ১১টায় শেরপুর উপজেলা পরিষদ হলরুমে পাট অধিদপ্তর ও শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্যদেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আঃ লীগের সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সামিদুল ইসলাম, পাট উন্নয়ন কর্মকর্তা নাজমুল আলম চৌধুরি, মুখ্য পরিদর্শক ডা: মাসুদ রানা, শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ শেখ, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাখওয়াত হোসেন জুম্মা, উপজেলা সেমি অটো রাইচ মিল মালিক সমিতির সভাপতি আবু তালেব আকন্দ, উপজেলা চাল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হমিদ, পাট চাষী আশরাফ আলী প্রমুখ।