কাহালুতে ছেলেকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়লো মা-ছেলে
কাহালু(বগুড়া) প্রতিনিধি,বগুড়ার কাহালুতে ছেলেকে বাচাঁতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মা- ছেলে নিহত হয়েছেন। সোমবার (৩ ফেব্রুয়ারী) দুপুরে কাহালু রেল স্টেশনের অদুরে বটতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছেন কাহালু উপজেলার সাগাটিয়া গ্রামের হারেজ উদ্দিনের স্ত্রী ফেলানী বেগম (৫২) ও তার ছেলে রাজ বাবু (২৭)।
জানা গেছে, ফেলানী বেগম রেল স্টেশনের অদুরে বটতলায় রেল লাইন সংলগ্ন ফুটপাতে খাদ্য বিক্রি করেন। দুপুর পৌনে দুইটার দিকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেন কাহালু স্টেশনে পৌছার আগে রাজ বাবু আত্মহত্যার করার উদ্দেশ্য ট্রেনের নীচে ঝাঁপ দিতে যায়। এ সময় তার মা উদ্ধার করতে গেলে দুজনই ট্রেনের কাটা পড়ে খন্ড বিখন্ড হয়ে মারা যান। পরে থানা পুলিশ নিহত দুজনের মরদেহ উদ্ধার করেন।
কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম জানান, দুইজনের মরদেহ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।