খেলাধুলা

শাহরিয়ার নাফীস ৮ হাজারে সপ্তম বাংলাদেশি

Spread the love

শেরপুর ডেস্ক: তামিম ইকবাল ট্রিপল সেঞ্চুরি করেছেন। রোববার বাংলাদেশের ক্রিকেট সরগরম ছিল জাতীয় দলের ওপেনারের রেকর্ড ইনিংস নিয়েই। তাই দারুণ এক মাইলফলক ছুঁয়েও আলোটা নিজের দিকে টেনে নিতে পারেননি শাহরিয়ার নাফীস। জাতীয় দলের বাইরে থাকা এ ব্যাটসম্যান কাল প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫তম সেঞ্চুরির পথেই পেরিয়েছেন ৮০০০ রানের মাইলফলক। বাংলাদেশের সপ্তম ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮০০০ রানের মাইলফলক পেরোলেন বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক।
১২২ ম্যাচের ২১৮ ইনিংসে মাইলফলক ছোঁয়া শাহরিয়ারের আগে এই মাইলফলক পেরিয়েছেন তুষার ইমরান, অলক কাপালি, নাঈম ইসলাম, ফরহাদ হোসেন, রাজিন সালেহ ও মোহাম্মদ আশরাফুল। এদের মধ্যে শুধু রাজিনই আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়ি জীবনের ইতি টেনেছেন।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার আগে প্রথম শ্রেণিতে ৮ হাজার রান করেছেন তুষার ইমরান। ২০১৬ সালে ২ মার্চ কক্সবাজারে তুষারও মাইলফলকটা ছুঁয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে। ১৩২ ম্যাচের ২৩১ ইনিংস খেলতে হয়েছিল তাঁকে। মাইলফলক ছোঁয়া ইনিংসে মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি পাননি তুষার।
তবে ২০১৭ সালের ৪ জানুয়ারি তৃতীয় বাংলাদেশি হিসেবে মাইলফলকটি পেরোনোটা ডাবল সেঞ্চুরি করেই উদ্যাপন করেছিলেন অলক কাপালি। এরপর একে একে মাইলফলকটি পেরিয়েছেন রাজিন, নাঈম, ফরহাদ, আশরাফুল ও শাহরিয়ার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close