স্থানীয় খবর
বিএনপি নেতা হারেজের বিরুদ্ধে যুবদল ও বিএনপি নেতার মামলা
বগুড়া সংবাদদাতা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য বগুড়ার শেরপুর উপজেলা বিএনপি নেতা কেএম মাহবুবার রহমান হারেজের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও প্রতারণার অভিযোগে দুটি পৃথক মামলা হয়েছে।
সোমবার বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শাজাহানপুর আমলী আদালতে মামলা দুটি দায়ের করেন শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি আলী হায়দার তোতা ও যুবদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান।
আদালত মামলা দুটি তদন্ত করে প্রতিবেদন জমা দেবার জন্য শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে নির্দেশ দিয়েছেন।
মামলা সুত্রে জানা গেছে, বিএনপি নেতা হারেজের সাথে বাদীরা একত্রে জমি কেনা বেচা করেন। কিন্তু বাদীদের প্রাপ্য লভাংশ না দিয়ে বিবাদী প্রায় ১৭ লাখ টাকা আত্মসাত করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।