শেরপুরে শারীরিক প্রতিবন্ধী ভিক্ষুক ইউনুসের স্বাবলম্বী হয়ে ওঠার গল্প
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ঘোলাগাড়ী খাসপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী ইউনুস এতদিন ভিক্ষা করেই চলত তার জীবন। মুজিববর্ষে প্রণীত কর্মপরিকল্পনা অনুযায়ী গত জানুয়ারী মাসে উপজেলা প্রশাসন থেকে ভিক্ষুক পুর্ণবাসন প্রকল্পের আওতায় পুর্ণবাসনকল্পে ভিক্ষুক ইউনুসকে মালামাল সম্বলিত একটি দোকান দেওয়া হয়।
দোকানঘর পেয়ে তিনি ঘোলাগাড়ী খাসপাড়া গ্রামের তিন রাস্তার মোড়ে প্রতিদিন দোকানটি বসায়। মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখ এবং উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ শাহ জামাল সিরাজী সরেজমিন ইউনুসের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় ইউনুস ও তার স্ত্রী আবেগ আপ্লুত হয়ে পড়েন। তারা উপজেলা নির্বাহী অফিসার কে জানান যে, প্রতিদিন প্রায় ৮০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত বিক্রয় হয়। এতে করে প্রতিদিন তার প্রায় ২০০ (দুইশত) টাকা আয় হয়। তা দিয়ে তাদের সংসার মোটামুটিভাবে চলে যাচ্ছে। তাদের ছেলে জাকারিয়া ক্লাশ ফাইভে ঘোলাঘোড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করছেন। ইউনুস জানান, তাকে আর মানুষের কাছে হাত পাততে হয় না। এজন্য সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি ধন্যবাদ জানান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার ইউনুসের দোকানে কিছু জিনিস ক্রয় করেন এবং সমবেতদেরকে ইউনুসের দোকান থেকে জিনিসপত্র কেনার জন্য উদ্বুদ্ধ করেন।