শেরপুর থেকে দুই ছাত্রী অপহরন : কোচ চালকের সহযোগিতায় উদ্ধার
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলার সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই ছাত্রীকে অপহরনের পর কোচ চালকের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে।
প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মিথিলা আক্তার মিম ও লামিয়া আক্তার নামের দুই ছাত্রী কে ৪ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে স্কুল থেকে অপহরণ করা হয়। কোচ চালক জুয়েল রানার সহযোগিতায় অপহৃত দুই ছাত্রীকে উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ এবং অপহরণকারীকে আটক করেছে।
জানা যায়,শেরপুর পৌর শহরের উপজেলা সদর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী লামিয়া আক্তার ও দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মিথিলা আক্তার মিম প্রতিদিনের মত মঙ্গলবারও তাদের বিদ্যালয়ে পড়তে আসে। দুপুর ১টায় বিদ্যালয় ছুটি হলে উপজেলার গোসাইবাড়ী বটতলা এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহান ইসলাম তাদেরকে বিদ্যালয়ের সামনের রাস্তা থেকে অপহরণ করে। পরে দুপুর সোয়া দুইটার দিকে শেরপুর বাসস্ট্যান্ড থেকে খুলনাগামী একটি কোচে ওঠে।
কোচটি কিছুদুর যেতেই কোচের চালক শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মুন্নু তালুকদারের ছেলে জুয়েল রানা শিশুটির গায়ে উপজেলা সদর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ড্রেস দেখে সোহান ইসলাম কে জিজ্ঞেস করেন “এদেরকে নিয়ে তুমি কোথায় যাও?”। তখন অপহরণকারী সোহান ইসলাম এলোমেলো কথা বললে চালকের সন্দেহ হয়। কোচ চালক সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে তাদের সোপর্দ করে। পরবর্তীতে শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করে তাদেরকে উদ্ধার করেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবির জানান, ঘটনাটি শুনে হাটিকুমরুল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর সহযোগিতায় তাদের শেরপুর থানায় আনা হয়।