স্থানীয় খবর

মানুষের সেবা করাই হচ্ছে আওয়ামী লীগের মুল লক্ষ্য-রিপু

Spread the love

স্টাফ রিপোর্টারঃ মানুষের সেবা করাই হচ্ছে আওয়ামীলীগের মুল লক্ষ্য।জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বাঙ্গালী জাতির সেবা করার জন্য। তার পথ অনুস্বরণ করেই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল তৈরি করছেন। তিনি আরও বলেন পৃথিবীর সব দেশই জাতীয় শ্লোগান রয়েছে। কিন্তু বাংলাদেশের কোন জাতীয় শ্লোগান নেই। এখন বাংলাদেশের জাতীয় শ্লোগান হচ্ছে জয় বাংলা৷ একথাকে ধারণ করেই আমরা উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এ স্বপ্ন বাস্তবায়নই হচ্ছে আজকের গরীব ও অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ।
মঙ্গলবার সকাল ১১ টায় বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে টেংরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিলের সভাপতিত্বে ও রানা পারভেজ মিঠুর পরিচালনায় মুজিববর্ষ উপলক্ষে গরীব ও শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুর রহমান, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, মোখলেছার রহমান মোকছেদ, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব হাফিজার রহমান মিলু,আনোয়ার পারভেজ, বকুল, খোরশেদ, এনামুল হক, রাব্বী হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃ বৃন্দ। ইউনিয়নের ৪শত জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close