স্থানীয় খবর
নন্দীগ্রামে গলায় ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বড় ডেরাহার গ্রামে গতকাল মঙ্গলবার বিকালে এরশাদ আলী (২৮) নামের এক যুবক শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এরশাদ আলী ওই গ্রামেরই মৃত ফয়েজ উদ্দিনের ছোট ছেলে।
এলাকাবাসী জানায়, এরশাদ আলী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। একপর্যায়ে তার কোমরের ব্যাথা বেড়ে গেলে তিনি নিজেই এই আত্মহত্যার পথ বেছে নেন। মঙ্গলবার বিকালে তার বাড়িতেই শয়নকক্ষের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
নন্দীগ্রাম থানার এসআই আব্দুল রহিম জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।