স্থানীয় খবর
শেরপুরে জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৪
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলার মধ্যভাগ গ্রামের একটি বাড়িতে জুয়া খেলার অভিযোগে সোমবার রাতে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামের মওলা বক্সের ছেলে হাসান আলী (৪৫), আজিজুল হকের ছেলে সাইদুল ইসলাম (২৫), রমজান আলীর ছেলে আনোয়ার হোসেন (২০) ও সীমাবাড়ী ইউনিয়নের নলুয়া গ্রামের খোদা বকসের ছেলে কিতাব আলী (৫০)। শেরপুর থানার এএসআই জামান জানান, এ ঘটনায় জুয়া আইনে মামলা দিয়ে তাদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।