শেরপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা ও সঞ্চয় প্রকল্পের হিসাব সমাপনী সভা ৫ ফেব্রুয়ারী বুধবার বেলা ১২ টায় সেটকম এগ্রো পার্কে (সাবেক সাউদিয়া পার্ক) সমিতির সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম শিরুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যদেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান মজনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন শেরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু,শেরপুর পৌরসভার সাবেক মেয়র বিএনপি নেতা আলহাজ্ব জানে আলম খোকা, শেরপুর উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ্ব শফিকুল আলম তোতা,উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, পৌরসভার সাবেক মেয়র স্বাধীন কুমার কুন্ডু, শেরপুর শহর বিএনপি’র আহবায়ক আলহাজ্ব ইসাহাক আলী সরকার, শেরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ , শেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল কাদের। সভায় তিন বছরের হিসাব ও সম্পাদকের রিপোর্ট পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক আলহাজ মাহবুবুর আলম হিরু । সভায় একটি ছড়া পাঠ করেন মুন্সী আহসানুল বারী সিদ্দিকী সার্থক। সভা পরিচালনা করেন সমিতির সাংগঠনিক সম্পাদক সন্তোষ চক্রবর্তী পিযুষ। সভার শুরুতে সমিতির মৃত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে আলহাজ্ব শফিকুল ইসলাম শিরু কে সভাপতি মোহাম্মদ হায়দার আলী কে কার্যকরী সভাপতি, আলহাজ্ব জালাল উদ্দিন, অরূপ কুমার কুন্ডু, বিকাশ চন্দ্র সরকারকে সহ-সভাপতি, আলহাজ্ব মাহবুবুল আলম হিরু কে সাধারণ সম্পাদক, শেখ মাসুদুর রহমানকে যুগ্ন সম্পাদক, আলহাজ্ব খায়রুল আলম চায়না কে সহ-সাধারণ সম্পাদক, সন্তোষ চক্রবর্তী পীযুষকে সাংগঠনিক সম্পাদক, আব্দুল ওহাব জোয়ারদারকে কোষাধ্যক্ষ, হাবিবুর রহমান হাবিব কে প্রচার সম্পাদক, জহুরুল ইসলামকে সমাজ কল্যাণ সম্পাদক, আমিনুল ইসলামকে ক্রীড়া সম্পাদক, মোয়াজ্জেম হোসেনকে ধর্ম সম্পাদক, আলহাজ্ব ওয়াজেদ আলী কে দপ্তর সম্পাদক, রঞ্জু মিয়া ও সাইফুল ইসলামকে নির্বাহী সদস্য করে ১৭ সদস্য বিশিষ্ট শেরপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির কমিটি গঠন ও অনুমোদন করা হয়।