স্থানীয় খবর
বগুড়ায় দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা
পাটের পরিবর্তে প্লাস্টিকের তৈরি বস্তা ব্যবহার করায় বগুড়ায় দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার জেলার দুপচাঁচিয়া উপজেলার মেইল বাসস্ট্যান্ড এলাকায় অভিযানকালে তাদের ওই অর্থদণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জহুরুল ইসলাম ও পাপিয়া সুলতানা। এসময় আদালতের কার্যক্রমে সহযোগিতা করেন বগুড়া আর্মড পিলিশ ব্যাটালিয়নের সদস্যরা।
বুধবার সন্ধ্যায় এপিবিএনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ৪ ঘণ্টার অভিযানে পাটের বস্তা ব্যবহার না করে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় আদালত ‘ডিজিটাল এগ্রো ফুডে’র ম্যানেজার সাদিকুল ইসলামকে ৩০ হাজার এবং ‘সাখিদার এগ্রো ফুডে’র ম্যানেজার আঃ মজিদকে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। সংবাদ বিজ্ঞপ্তি