শেরপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদ সভাকক্ষে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং এবং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা। প্রেস ব্রিফিং করেন বগুড়া জেলা কর্মসংস্থান ও জন শক্তি অফিসের উপ-সহকারী পরিচালক মো. শহিদুর রহমান। মুল প্রবন্ধের উপর আলোচনায় অংশগ্রহন করেন শেরপুর পৌর মেয়র আলহাজ¦ আব্দুস সাত্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী ,সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও দৈনিক সংবাদের প্রতিনিধি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম শফিক, উপজেলা শিক্ষা অফিসার মোছা: মিনা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, মোহাম্মদ আলী মুন্টু,মো: দবির উদ্দিন, শফিকুল ইসলাম রান্জু, শাহ আলম পান্না,অধ্যক্ষ মাও: হাফিজুর রহমান,অধ্যক্ষ একেএম নুরুল ইসলাম,অধ্যক্ষ আবু বকর সিদ্দিক অধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ,প্রধান শিক্ষক আকতার উদ্দিন বিপ্লব প্রমুখ। অনুষ্টানে বৈদেশিক কর্মসংস্থান শীর্ষক কয়েকটি নাটিকা দেখানো হয়।