জাতীয় সংসদের তিনটি আসনে উপনির্বাচন ২১ মার্চ
শেরপুর ডেস্ক: ঢাকা-১০, গাইবান্ধা-৩ ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে ভোটগ্র্রহণ হবে আগামী ২১ মার্চ। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সভা শেষে ইসি সচিব মো. আলমগীর এসব নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
গত ২৭ ডিসেম্বর গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের আওয়ামী লীগের সাংসদ মো. ইউনুস আলী সরকার (৬৭) মারা যান। বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন (৮৫) মারা যান ৯ জানুয়ারি। তাদের মৃত্যুতে দুটি আসন শুন্য হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন শেখ ফজলে নূর তাপস। তিনি এ সিটির মেয়র নির্বাচিত হয়েছেন।
তফসিল ঘোষণা করে ইসি সচিব বলেন, তিন আসনে মনোনয়নপত্র দাখিল করা যাবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বাছাই ২৩ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২৯ ফেব্রুয়ারি । এসব আসনে প্রতীক বরাদ্দ করা হবে ১ মার্চ।
ইসি সচিব আলমগীর বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আগামী ১৬ ফেব্রুয়ারি । সচিব জানান, ঢাকা ১০ আসনের উপনির্বাচনের ভোট হবে ইভিএমে। বাকি দুটি আসনের উপনির্বাচনে ভোট হবে ব্যালটে। ঢাকা-১০ আসনের উপনির্বাচনে প্রচারে পোস্টার ও মাইকিং বন্ধ করা যায় কি না, তা নিয়ে কমিশন প্রার্থীদের সঙ্গে আলোচনা করবে।