ঈশিতার দিনরাত্রি
শেরপুর ডেস্ক: অভিনয় দিয়ে অনেক দর্শককে মন্ত্রমুগ্ধ করে রেখেছেন অভিনেত্রী ঈশিতা। সব সময় মুখে হাসি লেগে থাকা মানুষটি কিন্তু শুধু অভিনয়ের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি। কারণ ছোট্ট বয়সে নাচের মাধ্যমে তার শিল্পভুবনে পদার্পণ ঘটে। তারপর নতুন কুঁড়ির মাধ্যমে নিজের প্রতিভারও জানান দেন। কিন্তু ওই যে নির্দিষ্ট গন্ডির মধ্যে আবদ্ধ থাকতে একদমই পছন্দ করেন না। তাই ইদানীং সুরের সমুদ্রে ভাসতেও তাকে দেখা যায়।
যদিও একটা সময় নিয়মিত গান করতেন তিনি। পরবর্তী সময় অভিনয়ের ব্যস্ততায় গান প্রকাশ থেকে দূরে সরে যান। তবে গেল বছর একটি গানের মিউজিক ভিডিওর মাধ্যমে প্রায় পাঁচ বছর পর দর্শক- শ্রোতার সামনে আসেন তিনি। দীর্ঘ পাঁচ বছর পর গানের ভুবনে প্রত্যাবর্তনের সময় তিনি নন্দনের মুখোমুখি হয়েছিলেন। বলছিলেন নতুন কোনো গান মনে ধরলে হয়তো সামনে আরও কিছু গান প্রকাশ করতে পারি।
হ্যাঁ, তিনি সেই ধারাবাহিকতায় গত বছরের শেষের দিকে নতুন একটি গানে কণ্ঠ দিলেন। তবে একা নয়, সঙ্গে ছেলে যাভীর দৌলাকে নিয়ে কালজয়ী গান ‘আবার এলো যে সন্ধ্যা’ নতুন করে গেয়েছেন। এটি প্রকাশ পেয়েছে গত ২১ জানুয়ারি। তবে মৌলিক গান বেছে না নিয়ে কেন তিনি নতুন সংগীতায়োজনে গানটি প্রকাশ করলেন, সে প্রশ্নের মুখোমুখি হলেন তিনি। বলেন, ‘এ গানটি আমাদের দেশের মানুষের মনে অন্য রকম স্থান নিয়ে আছে। লাকী আখন্দের সুর করা গানটি প্রায়ই আনমনে গুন গুন করে গাই। আমার ছেলে যাভীরেরও গানটি ভীষণ প্রিয়। সে চার বছর বয়স থেকেই গান শিখছে। ওর শখ ছিল আমার সঙ্গে একটি গান করার। তাই দু’জনে মিলে প্রিয় গানটি গেছে নিলাম। মা-ছেলে গানটিতে কণ্ঠ দিয়েছি, ভিডিওচিত্রেও অংশ নিয়েছি। সব মিলিয়ে দারুণ অভিজ্ঞতা হয়েছে। নিজের ছেলে বলে বলছি না, ও দারুণ গেয়েছে।’