বগুড়ায় আগুনে পুড়িয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন
বগুড়া প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় চাঞ্চল্যকর জবাইয়ের পর পুড়িয়ে হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, পরকীয়া প্রেমের কারণে রং মিস্ত্রী সেলিম প্রামাণিককে তার পরকীয়া প্রেমিকা ও তার বাবা আব্দুর রহমানসহ কয়েকজন মিলে জবাই করে হত্যার পর লাশ গোপন করতে পুড়িয়ে ফেলে।
গত ৫ ফেব্রুয়ারি তার লাশ উদ্ধার হয় দুপচাঁচিয়া উপজেলার সীমান্তবর্তী একটি খালের পাড় থেকে। এরপর পুলিশ অভিযান চালিয়ে নিহতের নাম পরিচয় উদ্ধার করে ও পরকীয়া প্রেমিকা রুপালী বেগম ও তার বাবা আব্দুর রহমানকে গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, রংমিস্ত্রী সেলিম তার পরকীয়া প্রেমিকা রুপালীকে বিয়ের জন্য চাপ দেয়। এতে সে রাজি না হলে তার প্রবাসী স্বামীর কাছে অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও পাঠায়। এতে রুপালী খাতুন ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে। এবং ঘটনার দিন সেলিমকে ডেকে বিয়ের জন্য যাবার কথা বলে। তারপর পথিমধ্যে তার বাবা ও অন্যদের হাতে তাকে তুলে দেয়। এরপর কয়েকজন মিলে হত্যাকান্ডটি ঘটায়।
বগুড়া ডিবি পুলিশের ওসি আসলাম আলী জানান, গ্রেপ্তারকৃত দুই জনকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।