শেরপুরে শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় শাজাহান খান এমপি
ষ্টাফ রির্পোটার: বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরি সভাপতি মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জোট আন্দোলনের নামে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরী করেছিল। হরতাল ডেকে অনেক নিরীহ শ্রমিকদের আগুনে পুড়িয়ে মেরেছে। দেশকে অস্থিতিশীল করে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করেছিল। কিন্তু তাদের কোন ষড়যন্ত্রই সফল হয়নি। দেশের মানুষ তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। এক্ষেত্রে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে তারা হরতালের মধ্যেও গাড়ি চালিয়েছেন। ফলে বিএনপি-জামায়াত জোটের হরতাল অকার্যকর হয়ে পড়ে। স্বাধীনতার পক্ষের শক্তি আবারও ক্ষমতায় আসেন। আর উন্নয়নের ধারা অব্যাহত থাকায় দেশ এগিয়ে যাচ্ছে। পাশাপাশি সরকারও শ্রমিকদের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করেন। হরতালে আহত-নিহত শ্রমিকদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ হাতে অনুদান দিয়েছেন। গতকাল শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার শেরপুরে জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অত্র সংগঠনের সভাপতি আরিফুর রহমান মিলনের সভাপতিত্বে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডস্থ টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। আর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মজিবর রহমান মজনু, শ্রমিক ইউনিয়নের আজীবন দাতা উপদেষ্টা জানে আলম খোকা, সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী, বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, শেরপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ¦ মুনসী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া। এছাড়া অন্যদের মধ্যে অত্র শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাবেক সাধারণ সম্পাদক ইছাহাক আলী, শ্রমিক নেতা কামাল হোসেন, নুরুল ইসলাম নুরু, আবু রায়হান প্রমুখ বক্তব্য রাখেন। পরে সংগঠনটি পরিচালনা ও নির্বাচনের জন্য একাধিক কমিটি গঠন করা হয়।