স্থানীয় খবর

অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে মাথা উচু করে রয়েছে বাংলাদেশ-খাদ্যমন্ত্রী

Spread the love

ষ্টাফ রির্পোটার: শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে ঐতিহাসিক মহা পিঠস্থান মা-ভবানী মন্দির প্রাঙ্গনে ৯ ফেব্রুয়ারি রোববার বিকেল সাড়ে ৩ টায় মাঘীপূর্নিমা ও ভক্ত সমাবেশ অনুষ্ঠীত হয়েছে। বগুড়া জেলা প্রশাসক মো. ফয়েজ আহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।
মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অসাম্প্রদায়িক নেতা। আমাদের মধ্যে রয়েছে ভ্রাত্যিত্বের বন্ধন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বন্ধন অটুট রাখতে বদ্ধ পরিকর। তাই বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান, বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বাংলাদেশ হিন্দু কল্যান ট্রাষ্টের রাজশাহী বিভাগীয় ট্রাষ্টি তপন কুমার সেন, শেরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. লিয়াকত আলী শেখ, সহকারি কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা, অতিরিক্ত পুলিশ সুপার(শেরপুর সার্কেল) গাজিউর রহমান, শেরপুর থানার ইনচার্জ মো. হুমায়ুন কবীর, বিশিষ্ট চক্ষু চিকিৎসক ডা: এন.সি বাড়ই,স্থানীয় চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রমূখ।
অনুষ্ঠান শেষে মাঘীপূর্নিমা উপলক্ষে ঐতিহাসিক মহা পিঠস্থান মা-ভবানী মন্দিরে হাজার হাজার পূন্যার্থীদের পূণ্যস্নান উৎসব ও মন্দির পরিদর্শন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close