শেরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা গুরুতর যখম:থানায় অভিযোগ
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা গুরুতর যখম হয়েছে। ঘটনাটি ঘটেছে বড় ফুলবাড়ী দহ পাড়া গ্রামে।
বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বড় ফুলবাড়ী দহপাড়া গ্রামের জোসনা খাতুন লাবলী অভিযোগ করেন যে আমাদের নিজ জমির গাছ হতে বিদ্যুতের লোকজনের কাটা ডাল আমার ছেলে জাকারিয়া পাড়ার সময় ২২ সেপ্টেম্বর ২০১৯ দুপুর আনুমানিক ২ ঘটিকায় বড় ফুলবাড়ী দহপাড়া গ্রামের মাহমুদের ছেলে সেলিম(৪০) সহ গোল্লার ছেলে আজিজ(২৫) জাহেরের ছেলে জাবেদ(২৫) গোলাপের ছেলে শাহাদৎ হোসেন(২৫) জোর পুর্বক গাছের ডাল পাড়তে বাধা প্রদান করে হুমকি ধুমকি করতে থাকে। এ সময় ছেলে জাকারিয়াকে আমার স্বামী খলিলুর রহমান বাঁচাতে গেলে ক্ষিপ্ত হয়ে আমাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে যখম করে দেয়। সেলিমের হাতে থাকা দা দ্বারা আমার স্বামীকে হত্যার উদ্যেশ্যে আঘাত করলে মাথায় লেগে সে গুরুতর যখম হয়। আমাদের চিৎকার শুনে স্থানীয়রা এসে আমাদের উদ্ধার করে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে ফোনে না পাওয়ায় বক্তব্য জানা সম্বভ হয়নি। এব্যাপারে শেরপুর থানার ওসি তদন্ত বুলবুল ইসলাম বলেন অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।