কত দূর আঘাত হানতে পারবে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র?
শেরপুর ডেস্ক: চলমান ইরান-মার্কিন উত্তেজনার মধ্যেই নতুন একটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান। ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম ‘রাদ-৫০০’। সংবাদ সংস্থা ইরান প্রেস জানায়, গতকাল রোববার ইরানের সামরিক প্রধান হোসেইন সালামি এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করেন।
এক ভিডিও বার্তায় ইরানের তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোহাম্মদ জাওয়াদ অজারি জাহরোমি বলেছেন, ‘রাদ-৫০০ ক্ষেপণাস্ত্রটির ওজন তুলনামূলকভাবে অনেক কম। এই ক্ষেপণাস্ত্রে “যুহাইর” নামের কম্পোজিট মোটর বসানো হয়েছে। এটি “ফতেহ-১১০” ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক বেশি শক্তিশালী। এ ছাড়া এই ক্ষেপণাস্ত্রটি ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।’
গতকাল একই দিনে নিজ দেশে তৈরি ‘জাফর’ নামের একটি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর চেষ্টা চালিয়েছে ইরান। তবে এই স্যাটেলাইটটি কক্ষপথে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।