স্থানীয় খবর
বগুড়ার ক্রিকেট কোচ মুসলিম উদ্দিন চলে গেলেন পৃথিবী ছেড়ে
বগুড়া সংবাদদাতা: ক্রিকেটার গড়ার সেই কারিগর মুসলিম উদ্দিন সোমবার সকালে অকালেই চলে গেলেন পৃথিবী ছেড়ে। মাত্র ৪৮ বছর বয়সেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই কোচ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ক্রিকেটে বসত গড়েছিলেন মোহাম্মদ মুসলিম উদ্দিন। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে অব্যবহৃত টয়লেটকে বগুড়ার ক্রিকেটের ঠিকানা বানিয়েছিলেন। বাংলাদেশের মেয়েদের জাতীয় দলে খেলা খাদিজাতুল কুবরা, রিতু মণি, শারমিনরা তৈরি হয়েছিলেন তার হাতেই।
রাজশাহী অনূর্ধ্ব-১৪ দলের কোচ হিসেবে হিসেবে বরিশালে গিয়েছিলেন তিনি। সেখানেই সোমবার সকাল সাতটায় মারা যান মুসলিম উদ্দিন। বরিশাল থেকে তার মৃতদেহ বগুড়ায় নিয়ে আনা হচ্ছে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার বাদ জোহর শহরের আলফাতুন্নেসা খেলার মাঠে মুসলিম উদ্দিনের জানাজা অনুষ্ঠিত হবে।