দেশের খবর

জি কে শামীম ও খালেদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

Spread the love

শেরপুর ডেস্ক: মাদক আইনের পৃথক দুই মামলায় কথিত যুবলীগ নেতা ও প্রভাবশালী ঠিকাদার এসএম গোলাম কিবরিয়া শামীম (জি কে শামীম) ও যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করা হয়েছে।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ আসামিদের উপস্থিতিতে চার্জশিট গ্রহণ করেন। একই সঙ্গে জি কে শামীমের মামলায় ২৩ মার্চ চার্জ শুনানির দিন ধার্য করে ঢাকার ৮ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে এবং খালেদের মামলায় ২৬ ফেব্রুয়ারি চার্জ শুনানির দিন ধার্য করে ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলা বদলির আদেশ দেন। গত বছরের ২০ সেপ্টেম্বর গুলশানের নিজ কার্যালয় থেকে সাত বডিগার্ডসহ গ্রেফতার করা হয় জি কে শামীমকে। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থ পাচার আইনে তিনটি মামলা করা হয়।
এরপর গত বছরের ২৭ অক্টোবর র‌্যাব-১ এর এসআই শেখর চন্দ্র মল্লিক সাত বডিগার্ডসহ জি কে শামীমের বিরুদ্ধে আদালতে অস্ত্র আইনের মামলায় চার্জশিট দাখিল করেন। এ মামলায় ইতিমধ্যেই আসামিদের বিরুদ্ধে চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়েছে।
এছাড়া গত বছরের ২১ অক্টোবর জি কে শামীমের বিরুদ্ধে অবৈধ উপায়ে মোট ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার ৫৫১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা করে র্দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অপরদিকে গত বছরের ১৮ সেপ্টেম্বর সন্ধ্যায় খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পরদিন ১৯ সেপ্টেম্বর খালেদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও অর্থ পাচার আইনে গুলশান থানায় তিনটি এবং মতিঝিল থানায় মাদক আইনে একটি মামলা করে র‌্যাব। ২০ অক্টোবর খালেদ মাহমুদ ভূঁইয়ার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় আদালতে চার্জশিট দাখিল করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close