শেরপুরে খাদ্যমন্ত্রী সাধন কুমার মজুমদারকে ফুলেল শুভেচ্ছা
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর খাদ্যবিভাগের পক্ষ থেকে খাদ্যমন্ত্রী সাধন কুমার মজুমদার এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার দুপুরে খাদ্যমন্ত্রী সাধন কুমার মজুমদার এমপি বগুড়া থেকে ভবানীপুর মন্দিরে যাওয়ার পথে শেরপুর সরকারী খাদ্য গুদামের সামনে যাত্রাবিরতীকালে তাকে বিপুলভাবে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ,অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল গাজিউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আলহাজ্ব আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু,শেরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম,খাদ্য পরিদর্শক মনোওয়ার হোসেন, শেরপুর ওসিএলএসডি আতিকুল ইসলাম আতিক, মির্জাপুর ওসিএলএসডি মুকুল টুডু, উপজেলা চাউল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল কুদ্দুস কুদু, সাধারন সম্পাদক আলহাজ্ব ডা: আব্দুল হামিদ, সেমি অটো রাইসমিল মালিক সমিতির সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।