স্থানীয় খবর

বগুড়ায় র‌্যাবের মাদক বিরোধী সাইকেল র‌্যালীতে ১৮শ শিক্ষার্থীর অংশগ্রহণ

Spread the love

বগুড়া প্রতিনিধি: র‌্যাব-১২ এর আয়োজনে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বগুড়ায় প্রায় ১৮শ শিক্ষার্থীর অংশগ্রহণে মাদকবিরোধী সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। এর উদ্বোধন করেন র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ। এসময় বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আকতার, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা সহ র‌্যাবের উর্দ্ধতন ও স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
র‌্যালী উদ্বোধনের প্রাক্কালে র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরাই হলে আগামী দিনের বাংলাদেশ। সেই সমৃদ্ধশালী বাংলাদেশকে নিরাপদ করতে মাদকের বিরুদ্ধে তোমাদের যুদ্ধ করতে হবে। এই দেশে মাদক কারবারীদের কোন ঠাঁই হবে না।
এরপর শিক্ষার্থীরা মাদকবিরোধী শপথবাক্য পাঠ করে। সাইকেল র‌্যালীতে বগুড়ার ১৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১৮শ শিক্ষার্থী শহরের ফুলবাড়ী থেকে সেউজগাড়ী পর্যন্ত ৩ কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close