ধুনটে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা সহ আ’লীগ নেতা গ্রেফতার
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হেলাল মন্ডল (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে বগুড়া ডিবি পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধুনট উপজেলার কালেরপাড়া উচ্চ বিদ্যালয় এলাকা থেকে মাদক বিক্রির সময় তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হেলাল মন্ডল কালেরপাড়া ইউনিয়নের ধুলাউড়ি গ্রামের আনছার মন্ডলের ছেলে এবং ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য।
বগুড়া ডিবি পুলিশের এসআই শফিউল আলম জানান, হেলাল মন্ডল দীর্ঘদিন ধরে ধুনট উপজেলা সহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিল। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবা ট্যাবলেট সহ হেলাল মন্ডলকে গ্রেফতার করা হয়। এঘটনায় ধুনট থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
তবে এবিষয়ে কালেরপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলী দাবি করে বলেন, ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য হেলাল মন্ডলকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তবে হেলাল মন্ডল সুদের ব্যবসা করতেন বলে তিনি স্বীকার করেন।
ধুনট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন বলেন, আওয়ামীলীগের কোন নেতাকর্মী যদি মাদকের সঙ্গে জড়িত থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।