স্থানীয় খবর

ধুনটে নির্বাচনে বিজয়ী হতে না পেরে বিদ্যালয়ের সভাপতিকে হয়রানী

Spread the love

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের মুলতানি পারভীন শাহজাহান তালুকদার (এমপিএসটি) উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচনে বিজয়ী হতে না পেরে নবনির্বাচিত সভাপতি ও প্রধান শিক্ষককে হয়রানী করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সোমবার বিকেলে ধুনট মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ও মথুরাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গোলাম মর্তুজা।
লিখিত সংবাদ সম্মেলনে গোলাম মর্তুজা বলেন, ২০১৯ সালের ৩১ জানুয়ারী অভিভাবক সদস্য নির্বাচনে আমি সহ আল হেলাল, আব্দুর রাজ্জাক ও শুকলা রানী অভিভাবক সদস্য পদে নির্বাচিত হই। এরপর গত ৪ ফেব্রুয়ারী ধুনট উপজেলা মাধ্যমিক অফিসে ভোটের মাধ্যমে আমি সভাপতি নির্বাচিত হয়েছি। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থী আল হেলাল পরাজিত হওয়ার পর থেকেই তিনি আমাকে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিভিন্নভাবে হয়রানী করছেন। এছাড়া প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করতে বিভিন্ন অপপ্রচার চলিয়ে যাচ্ছেন। গত ৯ ফেব্রুয়ারী আল হেলাল কিছু বহিরাগত লোকজন ডেকে নিয়ে এসে বিদ্যালয়ের ভিতরে আমার এবং প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করিয়েছেন। এছাড়া সাংবাদিক ভাইদের কাছে মিথ্যা তথ্য উপস্থাপন করে আমার বিরুদ্ধে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছেন। প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে আমার ছেলে এমএম শুভ বগুড়ায় ভর্তি থাকা সত্বেও নাকি আমি অভিভাবক সদস্য হয়েছি।
অথচ আমার ছেলে এই বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৪.৪৪ পেয়ে ৯ম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে। আমার ছেলে বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। তাই আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে অভিভাবক সদস্য আল হেলালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close