স্থানীয় খবর

বগুড়ায় ৯ দিনব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করেন মজনু

Spread the love

বগুড়া প্রতিনিধি: দুই বছর বন্ধ থাকা বগুড়া সরকারি আজিজুল হক কলেজে আবারও শুরু হলো ‘অমর একুশে বইমেলা’। কলেজ চত্বরে ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ বই মেলা চলবে ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মুজিববর্ষ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৯ দিন ব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু।
উদ্বোধন শেষে কলেজের মুক্তমঞ্চে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. শাহজাহান আলী। বক্তব্য রাখেন বইমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক উপাধ্যক্ষ প্রফেসর মো. ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সহ সভাপতি টি জামান নিকেতা, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের পতœী কোহিনুর মোহন, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আছাদুর রহমান দুলু, কোষাধ্যক্ষ মাসুদুর রহমান মিলন, জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কে এম মোজাম্মেল হোসাইন বুলবুল। আলোচনা সভা সঞ্চালনা করেন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ।
বই মেলার ২৮টি স্টলে ছোটদের নানা রকম গল্প ও কবিতার বই এবং বিখ্যাত লেখকদের নতুন প্রকাশনার বই পাওয়া যাচ্ছে। এদিকে বইমেলার পাশে শিশুদের বিনোদনের জন্য নাগর দোলার ব্যবস্থা রয়েছে। আবার বইমেলা শুরু হওয়ায় সব শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
বইমেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক উপাধ্যক্ষ ফজলুল হক জানান, প্রতিদিন বিকাল ৩ টা থেকে বিভিন্ন বিভাগের নির্ধারিত বিষয়ের উপর চলবে আলোচনা সভা। সেই সাথে আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close