জেলার খবর

বগুড়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

Spread the love

বগুড়া প্রতিনিধি; বগুড়ায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে রাহেল ওরফে রায়হান নামে (৩০) এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক একেএম ফজলুল হক ওই রায় ঘোষণা করেন। বিচারক তার রায়ে দ-িত রাহেলের ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদ-েরও আদেশ দেন। আসামীর উপস্থিতিতে রায় ঘোষণার পর পরই দ-িত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়।
বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর নরেশ মুখার্জী জানান, প্রায় দুই বছর আগে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুপতলা গ্রামে ওই ধর্ষণের ঘটনা ঘটে। ওই স্কুল ছাত্রীর বাবা রিকশা-ভ্যান নিয়ে প্রতিদিনের মত ২০১৮ সালের ২৭ জুন সকালে বাইরে যায়। আর তার মা পাশের একটি চাতালে কাজ করতে যায়। তখন ওই ছাত্রী নিজের ঘরে একা একা খেলছিল। বেলা ১১টার দিকে রাহেল ওরফে রায়হান ওই ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে জোরপূর্ব ধর্ষণ করে। তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে ধর্ষক রায়হান পালিয়ে যায়। ওই ঘটনায় ধর্ষিত স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে সারিয়াকান্দি থানায় রায়হানের বিরুদ্ধে মামলা দায়ের করেন। প্রায় ৩ মাস তদন্ত শেষে পুলিশ ২০১৮ সালের ২ সেপ্টেম্বর একমাত্র আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close