স্থানীয় খবর
ধুনটে নারী মাদকসেবীসহ আটক ৩
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে নারী মাদকসেবী সহ ৩ জনকে আটক করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো উপজেলার গোপালনগর ইউনিয়নের বানিয়াগাতী গ্রামের সাবেক ইউপি সদস্য বাহের আলীর ছেলে মাদক ব্যবসায়ী বেলাল হোসেন (২৮), সদর ইউনিয়নের চালাপাড়া গ্রামের মৃত দিলবর হোসেনের ছেলে মাদক ব্যবসায়ী রতন হোসেন (২৮) ও কাজিপুর উপজেলার আলমপুর গ্রামের মোখলেছার রহমানের মেয়ে মাদকসেবী মৌসুমী আকতার (১৮)। মঙ্গলবার সকালে ধুনট থানা থেকে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়। ধুনট থানার অফিসার ইনসচার্জ ইসমাইল হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের আওতায় মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।