বগুড়ায় হত্যা মামলার তিন আসামী গ্রেফতার
বগুড়া প্রতিনিধি:বগুড়া সদরে দিনে দুপুরে প্রকাশ্যে ব্যবসায়ী আব্দুর রহিমকে কুপিয়ে হত্যার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে সিআইডি। শুক্রবার (১৪ ফেব্র“য়ারি) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সিআইডি সুত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৪ নভেম্বর সকাল ১০টায় বগুড়া সদরের উদ্দিরগোলা বাজারে প্রকাশ্যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আব্দুর রহিমকে ধারালো অস্ত্র দ্বারা শরীর থেকে হাত বিচ্ছিন্নসহ মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করার পর মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হত্যাকারীরা।
এ ঘটনায় সদর থানায় বাদী হয়ে নিহতের বড় ভাই আব্দুল বাছেদ ১৬ নভেম্বর ২০১৯ সালে ১১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এই মামলার তদন্তভার সিআইডি কে দেওয়া হয়।
পলাতক আসামীদের ধরতে সিআইডি’র পুলিশ পরিদর্শক শামসুল আলম গোপণ সংবাদের ভিত্তিতে সদরের বুজুর্গধামা পশ্চিমপাড়ায় গত ১৩ ফেব্র“য়ারী দিবাগত রাতে এজহার নামীয় আসামী মো: রবিউল ইসলাম রনি, ফজলে রাব্বী এবং মো: রন্জু মিয়াকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদ শেষে আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।