শেরপুরে নিখোঁজের ৩ মাসেও সন্ধান মেলেনি আফিজা’র
ষ্টাফ রির্পোটার; বগুড়ার শেরপুরে নিখোঁজের ৩ মাস অতিবাহিত হলেও সন্ধান পাওয়া যায়নি আফিজা খাতুনের।
জানা যায়, শেরপুর উপজেলার কুসুম্বি ইউনিয়নের ইব্রাহিম হোসেন এর মেয়ে আফিজা খাতুন সাত মাস পূর্বে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বোংগা গ্রামের বাদশার সাথে বিয়ে হয়। মানসিক সমস্যার কারনে বিয়ের ৭ দিনের মাথায় স্বামীর বাড়ী হতে আফিজাকে নিয়ে আসে তার পরিবার। এরপর আফিজা খাতুন (২৫) গত ২২ ডিসেম্বর সন্ধ্যায় কাউকে কিছু না জানিয়ে নিজ বাড়ী হতে বের হয়। অনেক খোঁজা খুজি ও বিভিন্ন এলাকায় মাইকিং করে তার খোঁজ না পেয়ে গত ২৪ ডিসেম্বর শেরপুর থানায় সাধারণ ডায়েরি করেন তার মা উপিলা বেগম। জিডি নং ১১৫৩ ।
উপিলা বেগম জানান গত ৩ বছর যাবৎ মানষিক সমস্যায় ভুগছিলেন। আফিজা খাতুন নিজের নাম ও গ্রামের নাম বলতে পারে না। কোন ব্যাক্তি তার সন্ধান পেলে এই মোবাইল নম্বরে (০১৭৫৬-০৮৮৯১৯) যোগাযোগের জন্য অনুরোধ করেছেন তার পরিবারের লোকজন।