ধুনটে মীনা দিবসের র্যালী ও আলোচনা সভা
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে মীনা দিবসকে সামনে রেখে র্যালী, আলোচনা সভা ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘মনের মত স্কুল পেলে-শিখব মোরা হেসে খেলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ধুনট উপজেলা শিা অফিসের আয়োজনে মঙ্গলবার দিবসটি পালিত হয়। সকাল ১০ টায় দিবসটির র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। পরে মীনা কার্টুন প্রদর্শনী, শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, পাপেট ও মাপেট শো প্রদর্শনী, মীনা মেলা ও মীনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার কমিশনার (ভূমি) জিনাত রেহানার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহসিন আলম, উপজেলা শিা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি গোলাম সোবহান প্রমূখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।