শেখ হাসিনার হাত ধরেই ক্রীড়াঙ্গন বিশ্ব দরবারে-নৌ-প্রতিমন্ত্রী
শেরপুর ডেস্ক: নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেন, শেখ হাসিনার হাত ধরেই এদেশে ক্রীড়াঙ্গন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তারই ধারাবাহিকতায় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলার ৩ কৃতিসন্তানের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করে সেতাবগঞ্জ শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ভলিবল ও ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনকালে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
শনিবার বিকাল ৩টায় সেতাবগঞ্জ বড়মাঠ শেখ রাশেল মিনি ষ্টেডিয়ামে উক্ত খেলার উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। ভলিবল ও ক্রিকেট টুনামেন্টে বৃহত্তর দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার ১৬টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহন করছে।
বোচাগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার ফকরুল হাসানের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সেতাবগঞ্জ পৌর সভার মেয়র আব্দুস সবুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবূ সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মো. আফছার আলী, যুগ্ন সম্পাদক অধ্যাপক এটিএম মামুন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আশরাফ আলী তুহিন প্রমুখ।