ধুনটে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় জিমকল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে ৮ম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে জিমকল ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম।
জিমকল ইন্টারন্যাশনাল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, জিমকল’র নির্বাহি পরিচালক এনামুল হক, পরিচালক হায়দার আলী হিন্দোল, ফজলুল হক, আবু বকর সিদ্দিক ও জিমকল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আমিনুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের এবং অত্র বিদ্যালয়ের ২০১৯সালের পিইসি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মানা স্মারক ও পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।