স্থানীয় খবর

ধুনটে সম্মেলনকে ঘিরে আ’লীগের শোডাউন

Spread the love

ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে আওয়ামী লীগের সম্মেলনকে ঘিরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিকের নেতৃত্বে মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে মোটর সাইকেল শোডাউনটি ধুনট উপজেলা সদর থেকে বের হয়ে বিভিন্ন ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
শোডাউন শেষে ধুনট পৌর এলাকার বাইপাস মোড়ে এক পথ সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কুদরই-ই-খুদা জুয়েল, রেজাউল করিম দুলাল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, আওয়ামী লীগ নেতা মাকছুদুল হক বাচ্চু, আলেক বাদশা, আব্দুস সালাম, রঞ্জুবুল আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক সুজাউদ্দৌলা রিপন, উপদপ্তর সম্পাদক বিপ্লব হোসেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক এসএম আব্দুল্লাহ হারুন, উপজেলা যুব শ্রমিক লীগের সভাপতি তৌহিদুজ্জামান হিটলার ও সাধারণ সম্পাদক নিয়ামুল হাসান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close