বগুড়া-১ আসনে উপ নির্বাচন ২৯ মার্চ
শেরপুর ডেস্ক: জাতীয় সংসদের ৩৬ বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের উপ নির্বাচন আগামী ২৯ মার্চ গোপন ব্যালটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এছাড়া একই দিন যশোর-৬ ( কেশবপুর) আসনের উপ নির্বাচন ও চট্টগ্রাম সিটি করপোরেশন এর নির্বাচনও হবে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। বাছাই হবে ১ মার্চ। মনোনয়ন নিয়ে আপিল করা যাবে ২ থেকে ৪ মার্চ পর্যন্ত। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ৮ মার্চ।
নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। অন্য দুই সংসদীয় আসনে ভোট হবে কাগজের ব্যালটে।
গত ১৮ জানুয়ারি জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ আসনটি শুন্য হয়। এরপর সংসদ সদস্য ইসমত আরা সাদেক এর মৃত্যুতে যশোর-৬ আসনটিও শুণ্য হয়।