বিদেশের খবর
১ হাজার ৪৪১ কক্ষের রাজপ্রাসাদ
শেরপুর ডেস্ক: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা এক অপরূপ সুন্দর নগরী। আর সেই ভিয়েনায় অবস্থিত শ্যোনবর্ন প্যালেসের মতো অস্ট্রিয়ান এম্পায়ারের আর কোনো বড় প্রতীক নেই। ১৯১৮ সাল পর্যন্ত এটা ছিল হাবর্সবর্গ শাসকদের গ্রীষ্মকালীন আবাস। পরবর্তী সময়ে এটিকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো।
বর্তমানে বছরে প্রায় ৪০ লাখ পর্যটক এই স্থাপনাটি দেখতে আসেন। ১ হাজার ৪৪১টি কক্ষ রয়েছে এ প্রাসাদে। তবে সাধারণের দেখার জন্য খোলা রয়েছে মাত্র ৪০টি।