স্থানীয় খবর
বগুড়ার শিবগঞ্জে ৯৩ বস্তা সরকারি চাল সহ আটক ১
শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে ৯৩ বস্তা সরকারি চাল সহ বাবর আলী (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার বেলা ১২ টায় উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের জামুর হাটে এলাকা থেকে তাকে আটক করা হয়। বাবর আলী দনিবেলাই গ্রামের মৃত মকো আলীর ছেলে ।
জানা যায়, গোপন সংবাদে পুলিশ শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের জামুর হাটে জনৈক মৃত মকবুলের চাতালে অভিযান চ্লাায়। এসময় সরকারি চালের ৩০ কেজি ওজনের মোট ৯৩ বস্তা চাল সহ বাবর আলীকে আটক করা হয়।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জনান, ুধামুক্ত বাংলাদেশ গড়তে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় সাধারণ মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি করা হচ্ছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এসব চাল অবৈধভাবে কেনা বেচা করছে। তিনি আরও জানান, শিবগঞ্জ থানা পুলিশের অভিযানে সরকারি চাল সহ আটক ব্যক্তিকে আইনের আওতায় আনা হবে।