স্থানীয় খবর
শাজাহান খান এমপির বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহারের দাবীতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ
বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি শাজাহান খান এমপির বিরুদ্ধে দায়েরকৃত মানহানির মামলা প্রত্যাহারের দাবীতে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোটর শ্রমিক ইউনিয়নের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ, বগুড়া আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান, কামরুল মোর্শেদ আপেল প্রমুখ।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা ইলিয়াছ কাঞ্চন তার বিরুদ্ধে যে মামলা দায়ের করেছেন আগামী ৭ দিনের মধ্যে তা প্রত্যাহার করতে হবে। তা না হলে সারাদেশের পরিবহন শ্রমিকরো দেশ অচল করে দিবে।