স্থানীয় খবর
ধুনটে বালু বোঝাই ট্রাক সহ ভেঙ্গে পড়লো বেইলী ব্রীজ
বগুড়া প্রতিনিধি: বগুড়ার ধুনটে বালু বোঝাই ট্রাকসহ বেইলী ব্রীজ ভেঙ্গে পড়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ২টার দিকে শেরপুর-কাজিপুর আঞ্চলিক মহাসড়কের ধুনট উপজেলার মাঠপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, দুপুর ২টার দিকে একটি বালু বোঝাই ট্রাক ব্রীজটি পার হতে গেলে এর পুর্ব পার্শ্বের পাঠাতন পুরো ভেঙ্গে খালের পানিতে ডুবে যায়। এসময় ট্রাকের চালক ও হেলপার সামান্য আহত হন।
ধুনট থানার অফিসার ইনচার্জ মো. ইসমাইল হোসেন জানান, ব্রীজটি ভেঙ্গে পড়ায় বগুড়ার সঙ্গে ধুনট,কাজিপুর, শেরপুরসহ ৫টি উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান জানান, যত দ্রুত সম্ভব ব্রীজটি মেরামত করার চেষ্টা চলছে।