স্থানীয় খবর
ধুনটে ইয়াবাসহ গ্রেফতার ২
ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করা হয়। সোমবার তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের আওতায় আদালতে পাঠানো হয়।
জানা যায়, ঘটনার দিন রাতে ছাতিয়ানি গ্রামে মনছুর রহমান চাঁনের বাড়িতে মাদকসেবীরা আসর বসিয়ে মাদক সেবন করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে আব্দুল হামিদ (৫৮) ও মনছুর রহমান চাঁন (৫০) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ পিস ইয়াবা ও বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করে থানা পুলিশ।
ধুনট থানার এসআই প্রদীপ কুমার বর্মন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ মাদকসেবীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। সোমবার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের আওতায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।