জেলার খবর
নন্দীগ্রামে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ক্যাম্পেইন
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে গত ১৮ই ফেব্র“য়ারী দুপুর ১২টায় নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে স্থানীয় সরকার বিভাগ ও জাইকা এবং উপজেলা পরিষদের যৌথ আয়োজনে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ৫নং ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির, সমাজসেবা অফিসার আঃ মোমিন, মহিলা বিষয়ক অফিসার খালেদা ইয়াসমিন, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আঃ বারিক, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন, সহ-সভাপতি সুমন চন্দ্র সরকার, যুগ্ম সম্পাদক প্রভাষক আঃ রউফ উজ্জল প্রমুখ।